Saturday, November 1, 2025

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেই রাজ্যপালের কাছে কেন ছুটলেন বৈশাখী? জোর জল্পনা

Date:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুপুরে বৈঠক করেন মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় ছুটলেন রাজভবনে৷ রাজ্যপাল জগদীপ ধনখড়কে মিল্লি আল আমিন কলেজের বর্তমান পরিস্থিতির কথা ঘন্টাখানেক ধরে জানালেন৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর আর আস্থা নেই? শিক্ষামন্ত্রীকে আর ভরসাস্থল হিসাবে ভাবছেন না বৈশাখী? সরাসরি এর উত্তর না দিয়ে বৈশাখীর মন্তব্য, ‘‘রাজ্যপাল প্রাজ্ঞ এবং আইনজ্ঞ। তিনি যা করবেন, আশা করি ভালোই করবেন।’’

বৃহস্পতিবার দুপুরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথা হয়
নিজের কলেজের সমস্যা ও তার সমাধান নিয়ে৷ বৈঠকে ডাকা হয়েছিলো মিল্লি আল আমিন কলেজের কমিটির সদস্যদেরও৷ জানা গিয়েছে, বৈঠকে কলেজ কমিটির সদস্যদের স্পষ্ট ভাবে শিক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসাবে বৈশাখীকেই মেনে নিয়েই কাজ চালাতে হবে৷ এ বৈঠক বাদানুবাদে উত্তপ্ত হয়েছিল বলেও খবর মিলেছে৷

শিক্ষামন্ত্রী যথেষ্ট সদিচ্ছা দেখিয়ে মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষার পাশে দাঁড়ালেও
বৈশাখীদেবী সেই শিক্ষামন্ত্রীর প্রতিই অনাস্থা প্রদর্শন করে কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের কাছে গেলেন কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ এ প্রসঙ্গে
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘শিক্ষামন্ত্রী প্রথম থেকেই তাঁর নিজের মতো করে সমস্যাটার সমাধানের চেষ্টা করছেন। কিন্তু তা সত্ত্বেও সমস্যা মিটছে না৷ তাই রাজ্যপালের কাছে গিয়েছিলাম। ওনাকে বিষয়টা জানিয়ে রাখলাম। আমি আশা করছি, রাজ্যপাল যা করবেন, ভালোই করবেন।’’

কলেজ সংক্রান্ত সমস্যা বা বৈশাখীদেবীর বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত সংক্রান্ত সমস্যা সমাধানে এতদিন শিক্ষামন্ত্রীর প্রতি ভরসা থাকলেও কোনও কারনে এখন আর পূর্ণ আস্থা নেই, এই বার্তাই কি দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ? তাহলে কি পুরভোটে শোভন চট্টোপাধ্যায় গেরুয়া-জার্সিতেই ময়দানে নামছেন ? এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজনৈতিক মহলে চলছে জল্পনা !

Related articles

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫...
Exit mobile version