ফের রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। পরশু অর্থাৎ সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই নামবে। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ও জেলার তাপমাত্রা ১০ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচ দিন শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

এদিকে, আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের খুব সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনওরকম পশ্চিমি ঝঞ্জারের সম্ভাবনা নেই বলেও জানালেন আবহাওয়াবিদ দেবপ্রিয় রায়।

আরও পড়ুন-বাঘ চিবোচ্ছে প্লাস্টিকের ড্রাম! ছবি ঘিরে তোলপাড় স্যোশাল মিডিয়া
