Thursday, August 28, 2025

কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ভবানী ভবনে জেরার মুখে পড়লেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শনিবার সকালে ভবানী ভবনে আসেন সাংসদ। দীর্ঘ চার ঘন্টা জেরার পর বেরিয়ে এসে তিনি বলেন, আমি চেষ্টা করেছি ওনারা যা জানতে চেয়েছেন তার উত্তর দিতে। এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কাল ফের তাঁকে ডেকে পঠানো হয়েছে।

গত বছর সরস্বতী পুজোর দিন খুন হন কৃষগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। প্রাথমিকভাবে এফআইআরে নাম ছিল না সাংসদের। সিআইডি চার্জশিটে জগন্নাথের নাম যোগ করে। পুলিশ জানায় সাংসদের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন আছে। রানাঘাট থানা দাবি মঞ্জুর করে জানায় ২০ মার্চের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে। এই অবস্থায় গ্রেফতারের আশঙ্কায় জগন্নাথ সরকার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। গতকাল, শুক্রবার শুনানি হয়। সেখানে রাজ্যের আইনজীবীর অভিযোগ, একটি কল রেকর্ড তাঁদের হাতে এসেছে। এছাড়া অভিযুক্তরাও সাংসদের নাম নিয়েছে। সাংসদের আইনজীবীরা বলেন, রাণাঘাট আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানায়, ২৮ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না জগন্নাথ সরকারকে। তাঁকে সিআইডির জেরার মুখোমুখি হতে হবে। তাঁকে জেরা করা যাবে ৮, ৯ ও ১৫, ১৬ ফেব্রুয়ারির মধ্যে। সময় সকাল ১০টা থেকে ৪টে অবধি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version