পৃথিবীর DANGEROUS প্রজাতি

আন্দামান নিকোবরের জারোয়াদের কথা শুনেছেন। এক কথায় তাদের বিপজ্জনক বলেন ভারতবাসী। কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রজাতির মানুষ কোথায় থাকে জানেন কী? এদের এলেকায় আপনি ঢুকে পড়লে আপনার মৃত্যু প্রায় নিশ্চিত। নইলে আরও অন্য বিপদ!!

মুরসি প্রজাতি। দক্ষিণ ইথিওপিয়া আর সুদান সীমান্তের ওমান উপত্যকা। মেরেকেটে ১০হাজার এদের জনসংখ্যা। পৃথিবীর সঙ্গে নেই কোনও যোগাযোগ। কেউ তাদের পৃথিবীতে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত। মহিলারা শরীরের সামনের অংশের লজ্জা নিবারণে কাঠ বা মাটির তৈরি ডিশক ব্যবহার করে। এছাড়া মুখ, ঠোঁট, জিভ দিয়ে নানা ধরণের শেপ তৈরি করে যা দেখলে আপনি আঁতকে উঠবেন। কেন এই ধরণের ট্যাটু। মুরসিদের ধারণা এইসব ট্যাটু পৃথিবীর কুদৃষ্টি থেকে তাদের রক্ষা করবে। মুরসিদের দেশে স্ত্রী-পুরুষের সমান অধিকার। বলা চলে মেয়েরাই সংসার চালায়। খাবার মূলত মাংস আর নানা ধরণের গাছের পাতা আর ফল। চিকিৎসাও চলে গাছ থেকে পাওয়া নানা প্রতিষেধক থেকে। তবে নানা ভাইরাসে তাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

Previous articleহঠাৎ পড়ে পাওয়া এক অন্যরকম গল্প
Next articleকাল ফের সুপার মুন!