কাল ফের সুপার মুন!

আবার দেখুন সুপার মুন। ফের দেখুন ৯মার্চ ‘সুপার মুন’। এরপর আবার এক বছর পর ২০২১-এর ২৭ ফেব্রুয়ারি। নানা নামে সুপার মুন পরিচিত। কেউ কেউ বলছেন, স্নো মুন, স্টর্ম মুন, মঘা পূর্ণিমা, মঘা পুজো। নাসা জানাচ্ছে পূর্ণ চাঁদ দেখা যাবে ভোর ২.৩৩ মিনিটে।

পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে পূর্ণিমার চাঁদ হয় সুপার মুন। কাল, ৯ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১.০৩ মিনিট থেকে দেখা যাবে সুপার মুন। ফলে ভারতে সুপার মুন সৌন্দর্য দেখতে পাওয়া মুশকিল। তবে যদি লাইভ দেখতে চান তাহলে irtual telescope project 2.0-তে দেখা যাবে। খালি চোখে দেখায় অবশ্য বাধা নেই।

Previous articleপৃথিবীর DANGEROUS প্রজাতি
Next articleসকাল সকাল পরিবারের সদস্যদের নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কেজরিওয়াল