দেখা না হলেও সাউথ পয়েন্টের অভিভাবকদের ভরসা সেই মুখ্যমন্ত্রীই

অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ, রবিবার সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছিলেন। এদিন হাজরা থেকে ছোট্ট একটি মিছিল করে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যান। সেখানে গিয়ে অভিভাবদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান বলে জানিয়ে ছিলেন। যদিও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁদের। আগে থেকে এমন কর্মসূচি জানা ছিল না মুখ্যমন্ত্রীর। এদিন তিনি অন্য কাজে ব্যস্ত। তাই মুখ্যমন্ত্রীর মুখপাত্রের কাছে গিয়ে তাঁরা নিজেদের অসহায়তা এবং অভিযোগের কথা লিখিত আকারে জানিয়ে এসেছেন। অভিভাবকরা আশাবাদী মুখ্যমন্ত্রী বিষয়টি নিশ্চয়ই মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখবেন। কারণ, এর আগেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরকারিস্তরে সরব হয়েছিলেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে বছরের ২৩ শতাংশ ফি বৃদ্ধি করেছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। যা নজিরবিহীন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক প্রতিনিধিদের একটি আলোচনাও হয়েছিল। কিন্তু নিজেদের জায়গায় অনড় স্কুল কর্তৃপক্ষ। তাই বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সাউথ পয়েন্টের অভিভাবকরা।

Previous articleপার্থর সঙ্গে ছত্রধরের দীর্ঘ বৈঠক নিয়ে জল্পনা তীব্র
Next article“পশ্চিমবঙ্গ বোমা কারবারিদের স্বর্গরাজ্য, এখানে অশান্তি ছাড়া নির্বাচন হবে না,” বিস্ফোরক রাজ্যপাল