ডিএসও-র প্রতিবাদে ধুন্ধুমার একবালপুরে

নারী নির্যাতনের প্রতিবাদে ডিএসও-র বিক্ষোভে ধুন্ধুমার একবালপুরে। রবিবার সকালে একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখান ডিএসও-র কর্মী সমর্থকরা। পুলিশ তাঁদের সরে যেতে বললে জটিল হয় পরিস্থিতি। কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে অশান্তি করছে পুলিশ। অন্যদিকে পুলিশ অফিসারদের দাবি, থানার পাশেই একবালপুর হাসপাতাল। বিক্ষোভের ফলে সমস্যা হচ্ছে তাঁদের। তাই সরে যেতে বলা হয়েছে।