Monday, December 29, 2025

থাইল্যান্ডে সামরিক ঘাঁটি ও শপিং মলে বেপরোয়া বন্দুকবাজের হানা, মৃত ২২ ও আহত ৩৩

Date:

Share post:

থাইল্যান্ডে সামরিক ঘাঁটি ও শপিং মলে বেপরোয়া বন্দুকবাজের হানা। নিহত অন্তত ২২। আহত আরও ৩৩। পরে, নিরাপত্তারক্ষীর গুলিতে মারা যায় ওই হামলাকারী।জানা গিয়েছে, শনিবার এক সশস্ত্র সেনা জওয়ান আচমকা সামরিক ঘাঁটি ও পরে একটি শপিং মলে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। ওই হামলার কাণ্ড সে ফেসবুকে ‘লাইভ’ ভিডিয়ো-ও করে।
রবিবার সকালে দীর্ঘ গুলি বিনিময়ের পর ওই বন্দুকবাজকে মেরে ফেল নিরাপত্তাবাহিনী। শপিং মলে গুলিবর্ষণের পর সেখানেই সে আত্মগোপন করেছিল। তাকে খুঁজতে গোটা জায়গা ঘিরে ফেলে তল্লাশি-অভিযান চালানো হয়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীর গুলি বিনিময় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক সামরিক পোশাকে দোকানের সামনে দিয়ে যাচ্ছে। তার হাতে একটা বড় বন্দুক রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই জওয়ান গুলি করা শুরু করতেই, চারদিকে ধুন্ধুমার বেঁধে যায়। শপিং মলে যাঁরা এসেছিলেন, প্রাণ বাঁচাতে তাঁরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। কেউ আশ্রয় নেন রেস্তোরাঁর হেঁসেলে, তো কেউ কাউন্টারের পিছনে। প্রাণ বাঁচাতে অনেকে নিজেদের ফোন সাইলেন্ট মোড-এ করে রাখেন।
এই ঘটনায় নাখন রাচাসিমা শহর সহ গোটা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কেন ওই জওয়ান আচমকা এমন কাণ্ড ঘটিয়ে বসলেন, তার কোনও সদুত্তর নেই সেনার কাছে। সোশ্যাল মিডিয়ায় আততায়ীর লাইভ ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। কর্পোরাল সার্জেন্ট জক্রপন্থ থোম্মার সঙ্গে প্রায় এক-ঘণ্টা গুলি বিনিময় হয়। বাহিনী লক্ষ্য করে প্রথমে গুলি চালায় আততায়ী। এক অফিসার নিহত হন। আহত হন আরও ২ জনষ। পাল্টা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে বাহিনী।

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...