খালি গায়ে খালি থালা হাতে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের

স্থায়ী চাকরি, সম-কাজে সম-বেতন, শূন্যপদে নিয়োগ ইত্যাদি দাবিতে বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন ‘বৃত্তিমূলক যৌথ মঞ্চ’-এর সদস্যরা শনিবার খালি গায়ে খালি থালা হাতে অবস্থান করলেন। নিউটাউনের কারিগরি ভবনের মাঠে ২৭ জানুয়ারি থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা। এ দিন বিজেপি-সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদের নেতা-কর্মীরাও আন্দোলনকারীদের সমর্থনে অবস্থানে সামিল হন।
পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল জানিয়েছেন, ‘বৃত্তিমূলক শিক্ষকরা সামাজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যে সামান্য বেতন পান, তাতে নুন আনতে পান্তা ফুরোয়। রাজ্য সরকারের অবিলম্বে আমাদের যাবতীয় দাবি মেনে নেওয়া উচিত।’

Previous articleথাইল্যান্ডে সামরিক ঘাঁটি ও শপিং মলে বেপরোয়া বন্দুকবাজের হানা, মৃত ২২ ও আহত ৩৩
Next articleকৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে রবিবারও বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জেরা করছে সিআইডি