Wednesday, May 7, 2025

আজ রবিবার শেষদিনের বইমেলায় ফের গোলমালের আশঙ্কা। শনিবারের রেশ ধরে আজ মেলায় জমায়েত ডেকেছে বামেদের একটি গোষ্ঠী। পাল্টা তৈরি থাকছে বিজেপি সমর্থকরাও। পুলিশ যদি প্রথম থেকে কড়া না হয়, ভুগতে হবে বইপ্রেমীদের।

বইমেলাটা মিটিং মিছিলের জায়গা নয়। অথচ প্রথম দিন থেকে এন আর সি বিরোধিতায় মানববন্ধন, মিছিল, শ্লোগান, লিফলেট বিলি চলছিল মেলায়। পুলিশ এবং গিল্ডকর্তারা চোখে ঠুলি দিয়ে বসেছিলেন।

শনিবার বিজেপির মুখপত্র জনবার্তার স্টলে তাদের নেতারা গেলে তার সামনে এন্তার বিক্ষোভ করে বাম গোষ্ঠী। বিজেপির কিছু কর্মী পাল্টা শ্লোগান দেন। এলাকা তপ্ত হয়। পুলিশ বামেদের সরিয়ে দেয়। তখন থেকে রাত পর্যন্ত বামেদের সঙ্গে পুলিশের গোলমাল চলে।

আজ সকাল থেকে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে বামেদের একটি গোষ্ঠী তিনটের সময় জমায়েতের ডাক দিচ্ছে মেলায়। একই প্রচার বিশ্ব হিন্দু পরিষদেরও।

অথচ এটা হতে দেওয়া যায় না।
কেন বইমেলায় রাজনৈতিক কর্মসূচি হবে?
এন আর সির বিরোধিতা সর্বত্র হচ্ছে। সেটা বইমেলার মধ্যে করতে হবে কেন?
কেন বইপ্রেমীদের সাধারণ চলাফেরার পরিবেশ নষ্ট করছে বামপন্থীরা? কে তাদের অধিকার দিয়েছে বইমেলার ছন্দ নষ্ট করার? কেন তারা প্ররোচনা ছড়াচ্ছে? কেন প্রথম দিন থেকে পুলিশ আঙুল চুষল? কী করছিলেন গিল্ডকর্তারা? কেন মিছিলের অনুমতি দেওয়া হল?

আজ প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিক পুলিশ।
বইমেলার ছন্দনষ্টকারীদের মেলা থেকে বার করে দেওয়া হোক।

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version