Thursday, November 13, 2025

ভোটের আগে শিলিগুড়ি পুরনিগমে ভাঙন, তৃণমূলের পালে হাওয়া

Date:

শিলিগুড়িতে বামদুর্গে ভাঙন। পুরভোটের আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেয়র পারিষদ সদস্য পরিমল মিত্র সহ তাঁর অনুগামীরা। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। এর পাশাপাশি বাম মহিলা ও যুব নেতৃত্ব থেকেও তৃণমূলে যোগ দেন অনেকে। পরিমল মিত্র তৃণমূলে আসায় শিলিগুড়ি পুরবোর্ডে বামেদের আসন কমে হল ২১। আর তৃণমূলের ১৯।
বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ পরিমল মিত্রের মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে দলে পেয়ে বেশ মনোবল বেড়েছে তৃণমূল নেতৃত্বের। কয়েক দিন আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন মেয়র পারিষদ সঞ্জয় পাঠক। এদিন তাঁকে পাশে বসিয়েই গৌতম দেব জানান, বস্তির মানুষের কাছে এবার তাঁরা আরও সহজে পৌঁছতে পারবেন। পর্যটনমন্ত্রীর মতে, গরিব মানুষ পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই দলবদলে শিলিগুড়িতে জমির পাট্টা, লিজ দেওয়ার কাজ তরান্বিত হবে মত গৌতম দেবের।
এদিকে দলত্যাগী কমরেডকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে সিপিএম। গত সপ্তাহেই সিপিএমের দার্জিলিং জেলা কমিটি থেকে পরিমল মিত্রকে বহিষ্কার করা হয়েছে। পরিমল মিত্র অবশ্য জানান, বাম পরিচালিত বোর্ডের কার্যকলাপ মেনে নিতে পারছিলেন না তিনি। উন্নয়নমূলক কাজ করতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান পরিমল মিত্র।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version