Monday, November 10, 2025

ওমর আবদুল্লাকে বন্দি রাখার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বোন সারা পাইলট

Date:

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ‘জন সুরক্ষা আইনে’ বন্দি করার কেন্দ্রের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন তাঁর বোন সারা পাইলট৷ সারা পাইলট রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলটের স্ত্রী৷

সারা আবদুল্লা পাইলট শীর্ষ আদালতে যে হলফনামা পেশ করেছেন, তাতে বলা হয়েছে, তাঁর দাদাকে অন্যায়ভাবে গ্রেফতার করার ফলে দাদার বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রের এই ধরণের পদক্ষেপের উদ্দেশ্য “রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার লক্ষ্যে ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টা”৷

প্রসঙ্গত, ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বন্দি রয়েছেন ওমর আবদুল্লা। মাত্র কিছুদিন আগে জানা গিয়েছে যে তাঁকে এবং কাশ্মীরের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে জনসুরক্ষা আইনে আটক করা হয়েছে। এই আইনে কাউকে আটক করা হলে কোনও বিচারপ্রক্রিয়া ছাড়াই ২ বছরের জন্য কাউকে বন্দি রাখা যায়।

ওমরকে কেন আটক করে রাখা হয়েছে সে ব্যাপারে সম্প্রতি একটি নথি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। নথিতে বলা হয়েছে, “কাশ্মীর উপত‌্যকা-সহ হাতে গোনা কয়েকটি জেলায় ওমর আবদুল্লার উল্লেখযোগ‌্য প্রভাব রয়েছে। কিন্তু সবটাই নেতিবাচক প্রভাব বলে মনে করা হচ্ছে। কারণ ওমরের এই প্রভাব ভারতের জাতীয় সংহতি, কাশ্মীরের ভারতভুক্তির পক্ষে কোনো উপকারেই লাগবে না।” ওমরের বিরুদ্ধে কেন্দ্রের বক্তব্য, ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করতে গিয়ে ওমর ভারত সরকারের বিরুদ্ধেই নেতিবাচক প্রচার চালাচ্ছেন। তাই তাঁকে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version