পেট্রল-ডিজেলের উপর জিএসটি বসানো হবে কিনা তা রাজ্য সরকারগুলির কোর্টেই ঠেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার কলকাতায় এসে তিনি বলেন, পেট্রল আর পেট্রলিয়ামজাত দ্রব্য জিএসটির আওতায় রয়েছে। প্রয়াত অরুণ জেটলি তা করে গিয়েছিলেন। পেট্রল-ডিজেলে জিএসটি লাগু হবে কিনা তা রাজ্য সরকারগুলিই সিদ্ধান্ত নিক। এরজন্য কোনও সংশোধনীর প্রয়োজন নেই। এখন রাজ্য আর জিএসটি কাউন্সিল বসে ঠিক করুক তাদের সিদ্ধান্ত। এখনও পেট্রল-ডিজেলে কতো জিএসটি হবে, তা সিদ্ধান্ত হয়নি। জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিলে তখন পেট্রলজাত দ্রব্যের উপর জিএসটি পরিমাণ নির্ধারিত হবে। বর্তমানে পেট্রলে ৬০% ও ডিজেলে ৫৫% কর ধার্য রয়েছে। অন্যদিকে জিএসটির সর্বোচ্চ মাত্রা হল ২৮%।
