নারদ মামলার চার্জশিট, সিবিআই কাঠগড়ায় তুলল স্পিকারকে

নিশ্চুপ স্পিকার। তাই তাঁরা মামলা এগিয়ে নিয়ে যেতে পারছেন না। সাফ জানাল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা।

লোকসভার অধ্যক্ষ অনুমতি না দেওয়ায় নারদ মামলায় চার্জশিট দেওয়া যাচ্ছে না। লিখিতভাবে জানিয়ে দিয়েছে সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিঠি দিয়ে সিবিআইয়ের কাছে জানতে চায়, কেন এখনও নারদ মামলায় চার্জশিট দেওয়া যাচ্ছে না? পাল্টা চিঠি দিয়ে সিবিআই ইডিকে জানায়, পরপর তিনটি চিঠি লোকসভার স্পিকারকে দেওয়া হয়। কিন্তু একটি চিঠিরও উত্তর সিবিআই পায়নি। স্পিকারের নিরুত্তর থাকার ফলেই চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে না।

Previous articleটলি পাড়ার ভোটযুদ্ধে জিতল শাসক ঘনিষ্ঠরা
Next articleসরকারি চাকরিতে সংরক্ষণ রায় নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা