রাজ্য বাজেট: বেকার যুবক-যুবতীদের জন্য “কর্মসাথী প্রকল্প” ঘোষণা অর্থমন্ত্রীর

ফাইল চিত্র

বেকারত্ব দূরীকরণে নয়া প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি আগামী ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন।

‘কর্মসাথী প্রকল্প’ নামে নয়া এই প্রকল্পে প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতীর বেকারত্ব দূরীকরণের লক্ষমাত্রা স্থির করা হয়েছে। তিন বছরের হিসেবে চালু করা হয়েছে এই বিশেষ প্রকল্প।

এই প্রকল্প অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের জন্য ২লক্ষ টাকা পর্যন্ত লগ্নির নতুন প্রকল্পে সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার। থাকবে ভর্তুকির বিষয়টিও। রাজ্যের অধীনস্থ সরকারি ব্যাঙ্কগুলির মাধ্যমে দেওয়া হবে এই ঋণ। এতে বেকারত্ব দূরীকরণে অনেকটাই সুফল পাওয়া যাবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন-গরিবের ঘরে ‘হাসির আলো’, ঘোষণা রাজ্য বাজেটে

Previous articleগরিবের ঘরে ‘হাসির আলো’, ঘোষণা রাজ্য বাজেটে
Next articleমুখ্যমন্ত্রীর চমক! তিন সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র