বার্ধক্যভাতা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে তুলকালাম

বার্ধক্যভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলছে শিলিগুড়ি পুরনিগমে। সোমবার, পুরভবনে বিক্ষোভে সামিল হয় ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর রঞ্জন শীল শর্মার নেতৃত্বে, স্থানীয় বৃদ্ধবৃদ্ধারা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, পুরসভা থেকে দীর্ঘদিন তাঁরা বার্ধক্যভাতা পাচ্ছেন না।

এ বিষয়ে রঞ্জন শীল শর্মা অভিযোগ করেন, তাঁর ওয়ার্ডে বার্ধক্যভাতা নিয়ে গড়িমসি করছে পুরনিগম। এনিয়ে ওয়ার্ডের বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেন। এদিন, পাওনা আদায়ের দাবিতে বয়স্করা মেয়রের ঘরের সামনে বসে পড়েন। যতক্ষণ না ভাতা নিয়ে মেয়র কোনও আশানরূপ পদক্ষেপ করছেন, ততক্ষণ ঘেরাও কর্মসূচি চলবে বলে জানান বিক্ষোভকারীরা।
মেয়র অশোক ভট্টাচার্য জানান, হঠাৎই তিনি শোনেন রঞ্জন শীল শর্মা তাঁর লোকজন নিয়ে ঘরের বাইরে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন। তবে, তাঁদের অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন অশোক ভট্টাচার্য। তিনি জানান, সব ওয়ার্ডেই প্রতি দুমাস অন্তর বার্ধক্যভাতা দেওয়া হয়। সবাই যখন পাচ্ছেন, তখন তাঁর ওয়ার্ড কেন পাবে না! তবুও বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন। এরপরেই ঘেরাও তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-অমিতের বাজেট রাজ্যবাসীর সঙ্গে তঞ্চকতা, বললেন সুজন

Previous articleঅমিতের বাজেট রাজ্যবাসীর সঙ্গে তঞ্চকতা, বললেন সুজন
Next articleবিধানসভার সামনে থেকে গ্রেফতার কংগ্রেস সমর্থকরা! কী করছিলেন তাঁরা?