বিধানসভার সামনে থেকে গ্রেফতার কংগ্রেস সমর্থকরা! কী করছিলেন তাঁরা?

রাজ্য বাজেট পেশের সময় বিধানসভার নর্থ গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সদস্যরা। তার জেরেই এদিন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

ছাত্র পরিষদের সমর্থকদের দাবি ছিল, শিক্ষাখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির করতে হবে। একইসঙ্গে তাদের দাবি, রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করতে হবে এবং কলেজে কলেজে নৈরাজ্যে বন্ধ করতে হবে।

পাশাপাশি, গোটা বাংলাজুড়ে নারী ধর্ষণের প্রতিবাদ করতে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। ব্যাপক বিক্ষোভ দেখতে শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচজন ছাত্র পরিষদ সদস্যকে আটক করে পুলিশ।

Previous articleবার্ধক্যভাতা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে তুলকালাম
Next articleমাধ্যমিক : শিক্ষক-শিক্ষিকাদের উপরেও কড়া নির্দেশিকা