মাধ্যমিক : শিক্ষক-শিক্ষিকাদের উপরেও কড়া নির্দেশিকা

পড়ুয়াদের জন্য আগেই নিষেধাজ্ঞা ছিল। এবার মাধ্যমিক পরীক্ষায় স্কুলে স্মার্ট ঘড়ি বা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। পরের সপ্তাহে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সোমবার জানান, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে শিক্ষক-শিক্ষিকারা ঢুকতে পারবেন না। এছাড়া স্মার্ট ঘড়ি কার্যত এক প্রকার মোবাইলই। তাই দুটির উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষক সংগঠনের নেতারা অবশ্য পর্ষদের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটা দিয়ে পর্ষদ আসলে প্রমাণ করল, তারা শিক্ষকদের বিশ্বাস করে না।

Previous articleবিধানসভার সামনে থেকে গ্রেফতার কংগ্রেস সমর্থকরা! কী করছিলেন তাঁরা?
Next articleদিল্লি বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লাগুলিতে !