Thursday, August 28, 2025

“পরাজয়ে হতাশ হই না”, গণনার ট্রেণ্ড দেখেই বিজেপি দফতরে পোস্টার

Date:

দিল্লির শোচনীয় হার কার্যত মেনেই নিলো মোদি-শাহের দল৷

দিল্লিতে যখন ‘ম্যাজিক-সংখ্যা’ ছুঁতে চলেছে আম আদমি পার্টি তখনই দেখা গেলো দিল্লির বিজেপি দফতরের সামনে পড়েছে অমিত শাহের ছবি সহ পোস্টার পোস্টারে লেখা, “আমরা হেরে গিয়েও হতাশ হয়ে পড়ি না” দিল্লিতে ক্ষমতায় ফেরার খুব কাছে চলে এসেছে আম আদমি পার্টি৷ বুথ ফেরত সমীক্ষায় আভাস ছিল যে দিল্লিতে AAP ফের নির্বাচনে জিতে হ্যাটট্রিক করতে চলেছে৷ সেই পূর্বাভাসকে সত্যি করেই প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে আম আদমি পার্টি৷

এদিন কিছুক্ষন আগে দেখা যায়, দিল্লির বিজেপি কার্যালয়ে একটি ফ্লেক্স দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বড় ছবি এবং পাশে লেখা, “আমরা যেমন জয় পেয়ে অহংকারী হই না, তেমনই পরাজয়েও হতাশও হই না”।

ভোট গণনার আগে বিজেপি নেতারা আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁদের দল দিল্লিতে সরকার গঠন করতে সক্ষম হবে। গণনা যতই এগিয়েছে, ততই দেখা গেছে গেরুয়া ক্রমশই ফিকে হচ্ছে। গণনার শুরু থেকেই কেজরিওয়ালের আম আদমি পার্টির রথ ছুটছে৷ এদিকে আম আদমি পার্টির জয়ের খবর ছড়িয়ে পড়তেই দলের কার্যালয়ের সামনে ভিড় বাড়ছে। এই ভিড়ের কারণে দিল্লি পুলিশ আম আদমি পার্টির অফিস থেকে আইটিওর দিকে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন-জেল থেকে নিখোঁজ হার্দিক প্যাটেল! উদ্বিগ্ন গোটা দেশ

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version