একাধিক পদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে, কোন পদে কত শূন্যপদ জানেন?

দশম, দ্বাদশ শ্রেণি পাশ এবং গ্র্যাজুয়েটদের জন্য বিপুল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগ। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্ট, পোস্টম্যান পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ। নির্বাচিত প্রার্থীরা ৮১০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন । কর্ণাটক সার্কেলে এই নিয়োগ করা হচ্ছে।

কোন পদে কত শূন্যপদ?
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ২
পোস্টাল অ্যাসিস্টেন্ট : ১১
সর্টিং অ্যাসিস্টেন্ট: ৪
পোস্টম্যান: ২৭
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েট। পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্টের জন্য দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে । এই দুটি পদের জন্য বেতন ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা পর্যন্ত হবে। পোস্টম্যানের জন্য দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এই পদের জন্য বেতন হবে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত।

Previous articleদেড় বছরে হাতছাড়া ৬ রাজ্য, বিজেপিতেই প্রশ্ন, হারছি কেন?
Next articleমুকুলের অভিনন্দন যাত্রায় তৃণমূলের “গো ব্যাক” স্লোগান, উত্তেজনা সোনারপুরে