ব্যবধান বাড়িয়ে আবার ৫০-এর ঘরে আপ। পিছিয়ে পড়েছেন বিজেপি নেতা তেজিন্দর পাল সিংহ বাগ্গা।

“জাতীয়তাবাদ কাকে বলে, আমরা দেখিয়ে দেব,” জয়ের আভাস পেয়ে প্রথম প্রতিক্রিয়া মনীশ সিসোডিয়া।

বিজেপি কি কোনো ভাবে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে? এই মুহূর্তে আপ অনেক বেশি সংখ্যক আসনে এগিয়ে থাকলেও, সেই সংখ্যাটা একটু কমেছে। আপ ৪৮ আর বিজেপি ২২ আসনে এগিয়ে।