করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা ছুঁল ১০১১। গতকাল একদিনেই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০৩ জনের। এটাই মঙ্গলবার করোনা আক্রান্ত চিনের সর্বশেষ পরিস্থিতি। হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে ২০৯৭ টি কেস চিহ্নিত করা হয়েছে। উহান সহ চিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪২ হাজার। এই সংখ্যা কোথায় থামবে জানা নেই। ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

প্রসঙ্গত, ২০০৩-এর সার্সের মৃত্যুমিছিলকে ইতিমধ্যেই অনেক পিছনে ফেলে দিয়েছে মারণ করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে লকডাউন করে চিনের অন্যান্য অংশের থেকে বিচ্ছিন্ন রেখে সংক্রমণ আটকানোর চেষ্টা হচ্ছে। রোগের প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে ফেলেছেন চিনের চিকিৎসকরা। হাসপাতালেও স্থান সংকুলান না হওয়ায় সংক্রমণের সমস্যা আরও বাড়ছে।