দিল্লির ফলে কং রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন,” তিনটি বিষয়। এক, সাংগঠনিক দুর্বলতা। দুই, ভোটযুদ্ধের মানসিকতা না থাকা। তিন, ভোট ট্রান্সফারের বদলে উচিত ছিল আপের সঙ্গে আসন সমঝোতা করা। নেতৃত্বকে সবটা ভাবতে হবে। তবে বিজেপির পরাজয় দেশের পক্ষে ভালো।”

আরও পড়ুন-মমতা, স্ট্যালিন, বিজয়ন, চন্দ্রবাবুর অভিনন্দন
