কিউইদের জবাব, ওয়ান ডে’তে ব্রাউন ওয়াশ বিরাট বাহিনীর

টি-২০-তে হোয়াইট ওয়াশ হয়েছিল। ওয়ান ডে সিরিজে ব্রাউন ওয়াশ। কোহলি ব্রিগেড কার্যত দুরমুশ হলো। জবাব দিল কিউইরা। ২৯৬ অবশ্যই লড়াই করার রান। কিন্তু শামিকে বসিয়ে কুলদীপকে না খেলিয়ে বিরাট কী প্রমাণ করতে চাইলেন তা ঈশ্বরই জানেন!

উইলিয়ামসন ফিরলেও রান করলেন ২২। কিউইরা কেন একদিনের ম্যাচে এখনও অন্যতম সেরা, তা প্রমাণিত হয়ে গেল। গ্যাপ্টিল (৬৬) আর নিকোলস (৮০) দলের ভিত তৈরি করে দিলেন। নবনীত সাইনি একাই কার্যত হারিয়ে দিলেন বোলিং করতে এসে। বরং জাদেজা অনেকটাই দাগ কাটলেন। শেষে গ্র‍্যান্ডিও ঝোড়ো ইনিংস খেললেন। ২৭ বলে ৫৪ রান। তিন ওভার বাকি থাকতেই জয় এলো কিউইর।

প্রথমে ব্যাট করে টিম কোহলি করেছে ৭উইকেটে ২৯৬। অর্থাৎ কিউইদের টার্গেট ২৯৭। এদিন চোট ফিরিয়ে দলে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। তৃতীয় ম্যাচেও ব্যর্থ মায়াঙ্ক (১)। ভাল খেলছিলেন পৃথ্বী। কিন্তু রান আউট হলেন ৪০ রানে। আবার ব্যর্থ কোহলি (৯)। তবে চার নম্বরে নেমে আবার স্বপ্নের ফর্মে রাহুল। ১১৩ বলে ১১২ রান করে দলকে টানলেন। সঙ্গে যোগ্য সঙ্গত শ্রেয়সের ৬৩ বলে ৬২ রান। শ্রেয়স আউট হওয়ার পর মণীশ পাণ্ডে ৪৮ বলে ৪২ রান করে দলকে প্রায় ৩০০-র কাছাকাছি নিয়ে যাওয়া। শেষ দিকে জাদেজা ৮, শার্দুল ৭ ও সাইনি কিরেন ৮ রান।

Previous articleসব দলের শ্লোগানই কেজরির মুখে, বিজেপির চক্ষুচড়ক
Next articleনামই নিলেন না মোদি-অমিতের, নয়া রাজনীতির ঘোষণা কেজরিওয়ালের