ট্যাম্পার-প্রুফ চিপ নেই কোনও মেশিনে, নতুন বাহানা শুরু কংগ্রেসের

0
3

দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের গোহারা হারার চিত্র স্পষ্ট হতেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ইভিএম বাহানা তুলে নেমে পড়লেন ময়দানে। বললেন, ইভিএম কখনই সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য নয়। কোনও মেশিনেই ট্যাম্পার-প্রুফ চিপ নেই। বিশ্বের সব উন্নত দেশেরই ভাবার সময় এসেছে কেন ইভিএমের সাহায্যে নির্বাচন হবে।

আরও পড়ুন-শেষ কোথায় কেউ জানে না, চিনে করোনাভাইরাসে মৃত্যু ১০১১ ছাড়াল