দিল্লিতে লজ্জার হারের পরেই বাংলা ভাগের চক্রান্ত শুরু

দিল্লিতে বেইজ্জতির হারের পরেই দাঁত-নখ বের করে ফেলল বিজেপি। লক্ষ্য বাংলা দখল। দিল্লিতে হারের পর বাংলা নিয়ে বিজেপির আত্মবিশ্বাস আপাতত তলানিতে। ফলে বাংলা ভাগ করার চক্রান্তে ধুনো দেওয়া শুরু হয়ে গেল। ক্ষমতা দখলে ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে চলার পক্ষপাতি গেরুয়া শিবির। দলের সাংসদ সুব্রাক্ষ্মণিয়ম স্বামী পরিষ্কার ভাষায় বললেন, আমাদের প্রতিশ্রুতি পালনে মন দেওয়া উচিত। গোর্খাল্যান্ডকে স্বীকৃতি দিয়ে বাংলা থেকে তাকে বিচ্ছিন্ন করা উচিত। স্বামী এমনিতে বিজেপিতে সংখ্যালঘু। কিন্তু তার এই ট্যুইটের পরে বিজেপির তরফে একটিও প্রতিবাদ আসেনি। ফলে স্পষ্ট হচ্ছে, বিজেপি সুযোগ পেলেই এই কাজে নেমে পড়তে কসুর করবে না। কিন্তু রাজ্যের সরকার এবং আমজনতা যে এই চক্রান্ত রুখে দেবেন, তা নিশ্চিতভাবে বলা যায়।

Previous articleবাংলাদেশের সংসদে ফের জামাতকে নিষিদ্ধ করার দাবি
Next articleপঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আমন্ত্রণপত্রে রাজ্যপালের নাম কোথায়?