এবার সরাসরি মন্ত্রীদের নাম নিয়ে রাজ্যের সমালোচনায় রাজ্যপাল

ফের রাজ্যের সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার একগুচ্ছ মন্ত্রীর নাম উল্লেখ্য করে টুইটে সমালোচনা করেন তিনি। এবার ঘটনা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তনকে কেন্দ্র করে।

রাজ্যপাল জানান, তাঁর কাছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তনের কোনও খবর নেই। কোনও তথ্য নেই বলেও দাবি করলেন ধনকড়। তিনি টুইটারে জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মনদের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও উপাচার্য যিনি মুখ্য, তার কাছেই কোনও তথ্য নেই।