রাজ্যপালকে কাঁদতে বারণ করুন: শিক্ষামন্ত্রী

এবার রাজ্যপালকে কাঁদতে বারণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রণ পাননি আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়। অথচ আমন্ত্রণপত্রে নাম রয়েছেন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর। তা নিয়ে ইতিমধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষোভের কথা জানিয়েছেন রাজ্যপাল। বুধবার এবিষয় পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘ডাক পাননি কেন আমি কী বলব? ওঁকে কাঁদতে বারণ করুন।’’

শুক্রবার, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অনুষ্ঠানে আমন্ত্রণের কাজ প্রায় শেষ। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক মন্ত্রীর। কিন্তু ওই আমন্ত্রণপত্রে নাম নেই আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার, তা নিয়েই টুইটের ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

আরও পড়ুন-কলকাতার বুকে আপ সমর্থকদের বিজয় মিছিলে উন্মাদনা তুঙ্গে

Previous articleকলকাতার বুকে আপ সমর্থকদের বিজয় মিছিলে উন্মাদনা তুঙ্গে
Next articleকরোনাভাইরাস নিয়ে হাসিনা সরকারের ঢিলেঢালা মনোভাবে বাংলাদেশের সংসদে সরব বিরোধীরা