Saturday, December 27, 2025

সারদা-নারদ তদন্তকারীদের বদলি স্থগিত, জল্পনা

Date:

Share post:

সারদা ও নারদ- তদন্ত কি মোড় নিতে চলেছে?

CBI- এর সদর দফতর কিছুদিন আগে সারদা ও নারদ মামলার তদন্তকারী অফিসারদের কলকাতা থেকে দিল্লিতে বদলির নির্দেশ জারি করেছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আচমকা সেই বদলির নির্দেশ স্থগিত ঘোষণা করেছে৷ নতুন এই নির্দেশ ঘিরে এর ফলে জল্পনা তৈরি হয়েছে। এই দুই মামলায় কি নতুন কোনও পদক্ষেপ করতে চলেছে CBI ?
বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলার তদন্তকারী অফিসার এবং নারদ-কাণ্ডের তদন্তের ভারপ্রাপ্ত অফিসারদের CBI বদলি করে৷ বদলির তালিকায় ছিলেন সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধন ও নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার। তথাগত বর্ধন ও রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করা হয়েছিল। এছাড়া রোজ ভ্যালির দুই তদন্তকারী অফিসারকেও বদলি করা হয় ভুবনেশ্বরে। সূত্রের খবর, ওই দুই অফিসারের বদলির নির্দেশ আপাতত স্থগিত করা হয়েছে৷ এই দুই অফিসারই সারদা ও নারদ মামলার তদন্ত চালাবেন। দুই তদন্তকারী অফিসারকে আগামী ৩ মাসের জন্য কলকাতাতেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর। সারদা ও রোজভ্যালির মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা এখনও বাকি। এই পরিস্থিতিতে মামলার তদন্তকারী অফিসারদের বদলি ঘিরে শোরগোল শুরু হয়। গত প্রায় ৪ বছর ধরে নারদ স্টিং অপারেশন মামলার তদন্ত চালানোর পর যখন চার্জশিট পেশের প্রস্তুতি শুরু হয়েছে, সেই সময়ে ওই মামলার তদন্তকারী অফিসারের বদলি ঘিরেও প্রশ্ন ওঠে। যদিও ওই বদলিকে রুটিন বদলি বলে দাবি করে CBI সূত্রে জানানো হয়, দেশ জুড়ে ২০০ অফিসারের বদলি হয়েছে।
ওদিকে, নিজের বদলির ব্যাপারে আপত্তি জানিয়ে DSP পদমর্যাদার অফিসার রঞ্জিত কুমার চিঠি দেন সংস্থার শীর্ষকর্তাদের। চিঠিতে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জিও জানান৷ সূত্রের খবর, সারদা ও নারদ মামলার গুরুত্ব বিচার করেই CBI শীর্ষকর্তারা ওই দুই তদন্তকারী অফিসারের বদলি ৩ মাসের জন্য স্থগিত করেছেন।

spot_img

Related articles

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...

২ তারিখ থেকে রাস্তায় থাকব: কর্মসূচি ঘোষণা অভিষেকের

পাখির চোখ বিধানসভা নির্বাচন। নতুন স্লোগান ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— এই স্লোগান গলায় নিয়ে নতুন বছরের...