Wednesday, May 21, 2025

প্রার্থী বাছাইয়ে কমিটি, ভবনে জমা পড়ছে আবেদন, পুরভোটে নেমেই পড়লো তৃণমূল

Date:

পুরভোট নিয়ে আসরে নামলো তৃণমূল৷ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বলে চলেছেন, “ভাবমূর্তি নিয়ে প্রশ্ন আছে, এমন কাউকেই দলের প্রার্থী করা হবে না৷ দলের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যেও যারা নানা বিতর্কে যুক্ত, তাঁরাও দলের টিকিট পাবেন না৷” নেত্রীর এই কথাতেই স্পষ্ট হয়েছে, আগামী পুরভোটে দলের প্রার্থী কারা হবেন, সেই বিষয়ে কারো সুপারিশ বা লবি ধরা এবার কার্যত নিষিদ্ধই হতে চলেছে৷

কলকাতা পুরসভার প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে দলের অন্দরে উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে৷ পাঁচ সদস্যের এই কমিটি প্রাথী হতে আগ্রহীদের আবেদন এবং যোগ্যতা বিচার করে খসড়া তালিকা তৈরি করে সেই তালিকা তুলে দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাযয়ের হাতে৷ এই কমিটিতে আছেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারি৷ কলকাতা ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ পুরসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দায়িত্ব থাকবে এই কমিটিই৷

তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার দ্বিমুখী পদ্ধতি কাজ করবে৷ প্রথমটির শীর্ষে অবশ্যই ‘ইলেকশন স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোর৷ এই ভোট-বিশেষজ্ঞের নিজস্ব সংস্থা ‘আই-প্যাক’ ইতিমধ্যেই কলকাতায় এক দফা সমীক্ষা শেষ করেছে৷ কলকাতার ১৪৪টি ওয়ার্ড ঘুরে প্রশান্ত কিশোরের লোকজন তৃণমূলের কাউন্সিলরদের বিগত বছরগুলির পারফরম্যান্স খতিয়ে দেখেছেন৷ এলাকায় তাঁদের ভাবমূর্তি নিয়ে কথা বলেছেন স্থানীয় নাগরিকদের সঙ্গে৷ সেই সব তথ্য বিশ্লেষন করে একটি খসড়া প্রার্থী তালিকাও তৈরি হয়েছে৷ এই তালিকা পেশ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে৷ জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের তালিকায় ওয়ার্ডপিছু ৩টি করে নাম থাকছে৷ কেন তাঁদের নাম বিবেচনা করা হলো, তার ব্যাখ্যা থাকছে৷ যদি নির্বাচিত কাউন্সিলরের নাম বিবেচনায় না থাকে, তাহলে কেন তিনি বাদ পড়লেন, তার কারনও সুপ্রিমোকে জানানো হবে৷

এদিকে দলের প্রার্থী হতে ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহন করার জন্যও তৃণমূল ভবনে আলাদা এক দফতর চালু করা হয়েছে৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় এই দফতরের দায়িত্বে৷ দলের প্রার্থী যারা হতে চান, তারা নিজেদের আবেদনপত্র, দলের সঙ্গে তাঁদের কতদিনের যোগাযোগ ইত্যাদি তথ্য ভবনের দফতরে জমা দিতে হবে৷ জমা পড়া আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পাঠানো হবে à§« সদস্যের কমিটির কাছে৷ কমিটি সে সব খতিয়ে দেখে চূড়ান্ত খসড়া তালিকা তৈরি করবে৷ সেই তালিকাও যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে৷ দলীয় তালিকা এবং পিকে’র তালিকা সামনে ফেলে পুরভোটে দলের প্রার্থীর নামে সিলমোহর লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়-ই৷

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আমন্ত্রিত নন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনকে লজ্জাজনক বললেন তাপস

Related articles

ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক থাকতে বললেন আধিকারিকদেরও

ভেজাল ওষুধ কোনও ভাবেই যেন রাজ্যে ব্যবহার না হয়। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভায় এই বিষয়ে সতর্ক করলেন বাংলার...

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police...

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...
Exit mobile version