Wednesday, May 21, 2025

মিথ্যা প্রচার করে এরাজ্যে বিজেপির মোকাবিলা করা যাবে না, সাফ কথা দিলীপের

Date:

দিল্লিতে দলের ভরাডুবির পর বিজেপির কী কী শিক্ষা নেওয়া উচিত তা নিয়েই টুইট করেছেন স্বপন দাশগুপ্ত। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ওয়াকিবহলমহলের মত, দিল্লির প্রসঙ্গ তুলে আদতে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিতে চেয়েছেন স্বপন দাশগুপ্ত।যদিও এই প্রসঙ্গটিকে আমল দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বরং তিনি রাজ্যের বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধীরা মিথ্যা কথা বলছেন । তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও মিথ্যা বলছেন। রাজ্যে পরিবর্তন হয়েছে বলে যা বলা হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের মানুষ। আসলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। সেই ঘুঘুর বাসাতে এসে কারা থাকেন, সেই প্রশ্ন তোলেন তিনি। সবাইকে ছেঁটে বাদ দিতে গেলে দলটাই উঠে যাবে।
সরাসরি তৃণমূলের নাম না করে তাঁর ইঙ্গিত, সেখানে ওনার পার্টির নেতারা থাকেন। কেউ কেউ বলছেন রাজ্যে এনআরসি করতে গেলে মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। কিন্তু তাঁর কটাক্ষ, মৃতদেহ কোথায় সবই তো কঙ্কাল। বলা হচ্ছে গণবিবাহের নামে আদিবাসী মেয়েদের ধর্মান্তকরণ করা হচ্ছে। ভোটে জেতার জন্য বিজেপির কারোকে ধর্মান্তকরণ করার দরকার পরে না। সবই মিথ্যা প্রচার। মাঠে নেমে বিজেপির মোকাবিলা করতে শাসকদল ভয় পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এমনকি বামেরা দিল্লিতে এনআরসির বিরুদ্ধে সরব হচ্ছেন, এখানে তার বিরুদ্ধে মিটিং মিছিল করছেন। অথচ ওদের অস্তিত্ব কোথায় ?

Related articles

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...

ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে কলকাতার তিন জায়গায় ED অভিযান, বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি

ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার তিন জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২১ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

ভোটার তালিকায় নাম তুলতে ‘ভুয়ো’ লোক ঢুকছে! প্রশাসনকে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ মমতার

নির্বাচন কমিশনের ভোটার তালিকা কারচুপি নিয়ে গোটা দেশে প্রথম যে রাজনৈতিক দল তথ্যসহ দুর্নীতি তুলে ধরেছিল সেটাই ছিল...
Exit mobile version