Friday, November 14, 2025

মিথ্যা প্রচার করে এরাজ্যে বিজেপির মোকাবিলা করা যাবে না, সাফ কথা দিলীপের

Date:

দিল্লিতে দলের ভরাডুবির পর বিজেপির কী কী শিক্ষা নেওয়া উচিত তা নিয়েই টুইট করেছেন স্বপন দাশগুপ্ত। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ওয়াকিবহলমহলের মত, দিল্লির প্রসঙ্গ তুলে আদতে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিতে চেয়েছেন স্বপন দাশগুপ্ত।যদিও এই প্রসঙ্গটিকে আমল দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বরং তিনি রাজ্যের বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধীরা মিথ্যা কথা বলছেন । তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও মিথ্যা বলছেন। রাজ্যে পরিবর্তন হয়েছে বলে যা বলা হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের মানুষ। আসলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। সেই ঘুঘুর বাসাতে এসে কারা থাকেন, সেই প্রশ্ন তোলেন তিনি। সবাইকে ছেঁটে বাদ দিতে গেলে দলটাই উঠে যাবে।
সরাসরি তৃণমূলের নাম না করে তাঁর ইঙ্গিত, সেখানে ওনার পার্টির নেতারা থাকেন। কেউ কেউ বলছেন রাজ্যে এনআরসি করতে গেলে মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। কিন্তু তাঁর কটাক্ষ, মৃতদেহ কোথায় সবই তো কঙ্কাল। বলা হচ্ছে গণবিবাহের নামে আদিবাসী মেয়েদের ধর্মান্তকরণ করা হচ্ছে। ভোটে জেতার জন্য বিজেপির কারোকে ধর্মান্তকরণ করার দরকার পরে না। সবই মিথ্যা প্রচার। মাঠে নেমে বিজেপির মোকাবিলা করতে শাসকদল ভয় পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এমনকি বামেরা দিল্লিতে এনআরসির বিরুদ্ধে সরব হচ্ছেন, এখানে তার বিরুদ্ধে মিটিং মিছিল করছেন। অথচ ওদের অস্তিত্ব কোথায় ?

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version