Wednesday, May 21, 2025

বিশ্বভারতীর কলা ভবনে ভিনরাজ্যের ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ! বাকিটা ধারণার বাইরে

Date:

ফের অপ্রীতিকর ঘটনা ঘটলো বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ে। এবার কলা ভবনে ভিনরাজ্যের এক ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠলো কলা ভবনেরই এক ছাত্রর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র বিশ্বভারতীর কলা ভবনের সেরামিক বিভাগের পড়ুয়া। নাম অসীম সরকার।

এদিকে, অসম থেকে পড়তে আসা বিশ্বভারতীর কলা ভবনের ডিজাইন ও টেক্সটাইল বিভাগের ফাইনাল ইয়ায়ের ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযুক্ত কলাভ বনের ছাত্র অসীম সরকারকে গ্রেফতার করেছে। ধৃত ছাত্রকে আজ, বৃহস্পতিবার বোলপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও কলাভবন সুত্রে খবর, ধৃত ছাত্র অসীম সরকার বেশকিছু দিন ধরেই ভিনরাজ্যের এই কলা ভবনের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রী তা গ্রহণ না করায় তাঁকে উত্যক্ত করছিল অসীম বুধবার রাত্রে চরমে পৌঁছায় এই পরণতি। ফের প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা হয় ছাত্রীকে। ছাত্রী বাধা দিতে গেলে অস্ত্রের কোপ পরে তাঁর বাঁ’হাতে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে। সেখানেই ছাত্রীর হাতে বেশ কয়েকটি সেলাই পরে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর ওই ছাত্রী গিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই ছাত্রী। ২০০৮ সালে বিশ্বভারতীর আনন্দসদন ছাত্রী নিবাসে প্রেমে প্রত্যাখ্যানের ঘটনায় শুট আউট এর ঘটনা ঘটেছিল। তখন এক এক ছাত্রীকে হোস্টেলে ঢুকে গুলি করে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিল প্রেমিক।

Related articles

সুপ্রিম কোর্টে জামিন অধ্যাপক মামুদাবাদের, হরিয়ানা পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের

সুপ্রিম কোর্টে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মামুদাবাদ। জামিন পেলেও বুধাবার তদন্ত চলবে বলে...

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে...

আপাতত স্থগিত বাস ধর্মঘট, স্বস্তিতে যাত্রীরা 

সরকারি তৎপরতায় আপাতত স্থগিত করা হল ৩ দিনের বাস ধর্মঘট কর্মসূচি। বুধবার, কলকাতা পুলিশ কমিশনার ও পরিবহণ সচিবের...

বাংলা সহায়তা কেন্দ্রে তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষের সুবিধার জন্য এবং সরকারি প্রকল্প নিয়ে কোনও রকম সমস্যা থাকলে তার সমাধানের জন্য এলাকায় এলাকায় সহায়তা...
Exit mobile version