আইসিসির নতুন টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং ঘোষিত, এক নম্বরে কোহলি

আইসিসির নতুন টেস্ট ব্যাটিং-এর র‍্যাঙ্কিংয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রথম স্থানে বজায় রাখলেন। বিরাটের ৯২৮ রেটিং পয়েন্টস রয়েছে আর তিনি স্টিভ স্মিথের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে রয়েছেন। ৯১১ রেটিং পয়েন্টস নিয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দ্বিতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ারই তরুণ ব্যাটসম্যান মার্নস লাবুসেন তৃতীয় আর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন চতুর্থ স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ষষ্ঠ আর চেতেশ্বর পুজারা সপ্তম স্থানে রয়েছেন। এছাড়াও জো রুট, অজিঙ্ক রাহানে আর বেন স্টোকসও টপ -১০ এ রয়েছেন।

ভারতের ৩জন ব্যাটসম্যান টপ-১০এ রয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডেরও একজন ব্যাটসম্যান টপ-১০ এ রয়েছেন।পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ফায়দা পেয়েছেন। তিনি এই টেস্ট ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট ম্যাচে তার নিয়মিত ফর্ম বজায় রয়েছে। এই কারণে তিনি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ উপরে অর্থাৎ পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন। তিনি এই ম্যাচের আগে ৭ নম্বরে ছিলেন।

Previous articleএকই দিনে ২বার দুর্ঘটনা চুঁচুড়ায়
Next articleশচীনের প্রথম প্রেম অঞ্জলি নন !