Monday, November 17, 2025

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গৃহবন্দি থাকার প্রেক্ষিতে এবার প্রশাসনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। ৬ মাস ধরে গৃহবন্দি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার তাঁর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। এই মামলার পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠিয়েছে শীর্য আদালত। ২ মার্চের মধ্যে প্রশাসনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর অগাস্টে ৩৭০ ধারা বাতিল হয়েছে। ভূস্বর্গে সভা, জমায়েত নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ইন্টারনেট, কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিয়ে আশান্তি দমনের চেষ্টা করেছে। এরই পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপর চলে কড়া নজরদারি। ‘স্পেশাল স্ট্যাটাস’ বাতিলের পর একাধিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে সরকার। যাঁর মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। সম্প্রতি মোদি সরকার ওমর ও মেহবুবার উপর জন সুরক্ষা আইন প্রয়োগ করায় সেই বন্দিদশা আরও বাড়ছে। জন সুরক্ষা আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে আদালতে না নিয়ে গিয়েও সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। শুধু প্রক্তন মুখ্যমন্ত্রী নন, বিরোধী দলের নেতাদের কাশ্মীর সফরেও প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা চাপানো হয়। সিপিআইএম নেতা ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে যেতে ইয়েচুরিকে কাশ্মীরে যেতে দেয় কেন্দ্র।

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version