Monday, November 17, 2025

পাট্টা বিতরণ নিয়ে জোর বিতর্ক শিলিগুড়ি পুরসভায়। পুরনির্বাচন যত এগিয়ে আসছে ততই বাম-ডানের মধ্যে বিতন্ডা বেড়েই চলেছে। শুক্রবার, শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক বৈঠক ডেকে মেয়র অশোক ভট্টাচার্য জানান, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী দল অর্থাৎ রাজ্যের শাসক দল নানারকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন একের পর এক। এখন শহরের বিভিন্ন ওয়ার্ডে তারা পাট্টা দেওয়ার নাম করে একটি ফর্ম ফিলাপ করাচ্ছেন। অনেক জায়গায় তারা আবার টাকাও নিচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। কিন্তু এভাবে পাট্টা দেওয়া যায়না। তিনি আরও বলেন, “পাট্টা দেওয়ার জন্য যে কমিটি রয়েছে তার চেয়ারম্যান হল মেয়র অর্থাৎ আমি। তাহলে আমাকে না জানিয়ে এই কাজ কী করে হয়। তারা আবার রেলের জমিতে পাট্টা দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। যা একদমই ঠিক নয়। এভাবে মানুষকে বোকা বানানো যাবে না। আর জল কর কিংবা মিউটেশন ফি মকুব করার যে আশ্বাস তারা দিচ্ছে তা সম্পূর্ণ অলীক স্বপ্ন কারণ তারা কোনওদিন শিলিগুড়ি পুরসভায় আসতেও পারবে না আর এসব করতেও পারবে না”।

অশোক ভট্টাচার্যের এই কথার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তাঁর বক্তব্য, উনি মানুষকে পরিষেবা দিতে চরম ব্যর্থ। আর পাট্টা কি করে দেবেন। আমরা ওয়ার্ডে যাচ্ছি যারা এখনও পাট্টা পাননি তারা যাতে পাট্টা পায় তাই ফর্ম ফিলাপ করাচ্ছি। টাকা নেওয়ার অভিযোগ ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। দিশাহীন হয়ে মেয়র এসব ভুল বকছেন। আমরা মানুষের সঙ্গে আছি পাশে আছি তাদের দাবি নিয়ে লড়াই করে যাব। তিনি আরও বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সবথেকে বেশি মানুষকে পাট্টা দিয়েছেন। তাই আমরা হিসেব নিচ্ছি কারা এখনও বাকি রয়েছে যাতে তাদেরও দেওয়া যেতে পারে। আর এটা ঠিক সারা রাজ্যে আমাদের পুরসভা রয়েছে কোথাও জল কর নেওয়া হয় না। আর মিউটেশন ফি আমরা মকুব করার জন্য আন্দোলন করেছি। তাই শিলিগুড়িতে ক্ষমতায় এলেই আমরা এসব মকুব করে দেব।’’

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version