Wednesday, May 14, 2025

কণ্ঠরোধ করছে কেন্দ্রের শাসকদল, মত প্রকাশের স্বাধীনতাই জাতীয়তাবাদ: অভিষেক

Date:

ইংরেজি দৈনিক আযোজিত “আজকের ভারতে ভিন্নমত দেশদ্রোহী তকমা” শীর্ষক বিতর্ক সভায় পক্ষে বলতে উঠে হালকা মেজাজে শুরু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, তাঁকে যখন এই বিতর্ক সভার সম্পর্কে জানানো হয়, তখন বলা হয় তাঁর বিপক্ষের বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুনে অভিষেক দারুণ উৎসাহিত বোধ করেন। কারণ, যেভাবে দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আবিষ্কার করেছেন, তেমন ভাবেই হয়ত গোবর থেকে প্ল্যাটিনাম পাওয়ার তথ্যটাও জানাবেন। কিন্তু দিলীপ ঘোষকে না দেখে আশাহত হন।

এরপরেই বিতর্কের মূল পর্বে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তাঁরা চিড়ে খান কি না, বিরিয়ানি পছন্দ করেন কি না, ফুড ডেলিভারি বয়ের বা অ্যাপ ক্যাবের চালকের ধর্ম সম্পর্কে জানতে চান কি না? কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জনগণ কী খাবে, কী পরবে সেটা ঠিক করে দেওয়াটা জাতীয়তাবাদ নয়, দেশপ্রেমও নয়। মত প্রকাশের স্বাধীনতাই আসল জাতীয়তাবাদ।
অভিষেকের মতে, বিরোধীদের জাতীয়তাবাদের সংজ্ঞার থেকে তাঁদের চিন্তাধারা আলাদা। নাম না করে তিনি বলেন, গেরুয়া শিবিরের কাছে ক্ষমতার লোভ হচ্ছে তাদের দেশপ্রেম, আর তাঁর কাছে গঠনমূলক, উন্নয়নমূলক কাজই দেশভক্তি। হিংসা-বিদ্বেষ-বিভাজনকে হাতিয়ার করছে বিরোধীরা। আর অভিষেকরা চাইছেন উন্নয়ন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তি স্বাধীনতা, বাগস্বাধীনতাই তাঁর কাছে জাতীয়তাবাদ। তিনি বলেন, আজ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কষ্ট পেতেন, যে তাঁদের উক্তির কীভাবে অপব্যাখ্যা করা হচ্ছে।
বক্তব্যে দিল্লির নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্ধত্যমূলক মন্তব্যের জবাব ইভিএম-এ দিয়েছেন স্বরা ভাস্করের মতো দিল্লিবাসী। অভিষেক বলেন, “এমন একটা দেশে বাস করছি, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জঙ্গি আখ্যা দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে”। তিনি বলেন, রামমোহন রায়, বিদ্যাসাগররা মহিলাদের আলোয় আনার উদ্যোগ নিয়েছিলেন, আর গুজরাটে মহিলাদের ঋতুমতী কি না দেখার জন্য জামাকাপড় খোলা হয়। “এই গুজরাটি আপনাদের সারা দেশে চালু করতে চাইছেন” বলেও কটাক্ষ করেন অভিষেক। শেষে তিনি বলেন, তাঁদের কাছে বাগস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাই দেশপ্রেম। এখনই এই স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।

Related articles

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...
Exit mobile version