Monday, August 25, 2025

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

Date:

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third Mile area of Bojoghari in Gangtok)। দুর্যোগে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্যাক্সি ও চারচাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর পড়ে। পাথরটি সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি চার চাকার গাড়ির উপর পড়লে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনও খবর মেলেনি। আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য ধসের আশঙ্কায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন এই অঞ্চলটি অতীতেও ভূমিধসপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস মত গত কয়েকদিন ধরে বেড়েছে ভারী বৃষ্টিপাতের পরিমাণ। ফলে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে পরিস্থিতি থেকে নজর রাখা হচ্ছে। পুলিশ কর্তারা জানিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলির দ্রুত জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গ্যাংটকে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version