Monday, May 12, 2025

কোভিড ১৯: চিনে মৃত্যু ছাড়াল ১৫২৩, জাপানে আটকে তিন আক্রান্ত ভারতীয়

Date:

Share post:

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫২৩। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু সংখ্যা এক হাজার অতিক্রম করার পর তিন দিন আগে ভাইরাসের অফিসিয়াল নাম ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মহামারী তৈরি করা এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে: কোভিড ১৯। শনিবারের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা।

এদিকে জাপানে আটকে থাকা জাহাজে অন্যান্য করোনা আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয় আছেন। সংক্রমণের আশঙ্কায় জাহাজটিকে ছাড়া হচ্ছে না আবার জাপান সরকার কোনও হাসপাতালেও যাত্রীদের চিকিৎসার বিকল্প বন্দোবস্ত করে উঠতে পারেনি। ফলে জাহাজে থাকা সুস্থ যাত্রীরাও আশঙ্কায় আছেন। পুরোপুরি রোগমুক্ত না হলে অসুস্থ যাত্রীদের ফেরাতেও পারবে না তাদের দেশ। তাই জাহাজেই আইসোলেশনে রেখে চিকিৎসা চালাচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এক বিচিত্র পরিস্থিতি। এর মধ্যেই আফ্রিকা মহাদেশের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ইজিপ্টে। অন্যদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। প্রশাসনের নির্দেশ, তাঁদের গৃহবন্দি থেকে অথবা সরকারি আইসোলেশন পরিষেবা নিয়ে ১৪ দিন আলাদা থাকতে হবে।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

spot_img

Related articles

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...

স্বাস্থ্যসাথীতে একবছরে ৬ হাজার রোগীর অস্ত্রোপচার, ২০৯১ কোটি টাকার পরিষেবা রাজ্যের

স্বাস্থ্যসাথী(Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল...

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুর হাতে খু.ন স্ত্রীর প্রেমিক!

বিবাহ বহির্ভূত সম্পর্কের(Extra Marital Affair) জেরে বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হলেন স্ত্রীর প্রেমিক। মৃত ব্যক্তি হালিশহরের(Halisahar) বাসিন্দা। অভিযোগ,...

শুল্ক যুদ্ধে পিছু হঠল আমেরিকা-চিন, বাড়ল ডলার-ইউয়ানের মান

আপাতত শুল্ক যুদ্ধে (tariff war) ইতি টানার চেষ্টার আমেরিকা ও চিন। এই যুদ্ধ যে দুই দেশের অর্থনীতিকে ভালো...