Wednesday, December 10, 2025

কোভিড ১৯: চিনে মৃত্যু ছাড়াল ১৫২৩, জাপানে আটকে তিন আক্রান্ত ভারতীয়

Date:

Share post:

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫২৩। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু সংখ্যা এক হাজার অতিক্রম করার পর তিন দিন আগে ভাইরাসের অফিসিয়াল নাম ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মহামারী তৈরি করা এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে: কোভিড ১৯। শনিবারের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা।

এদিকে জাপানে আটকে থাকা জাহাজে অন্যান্য করোনা আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয় আছেন। সংক্রমণের আশঙ্কায় জাহাজটিকে ছাড়া হচ্ছে না আবার জাপান সরকার কোনও হাসপাতালেও যাত্রীদের চিকিৎসার বিকল্প বন্দোবস্ত করে উঠতে পারেনি। ফলে জাহাজে থাকা সুস্থ যাত্রীরাও আশঙ্কায় আছেন। পুরোপুরি রোগমুক্ত না হলে অসুস্থ যাত্রীদের ফেরাতেও পারবে না তাদের দেশ। তাই জাহাজেই আইসোলেশনে রেখে চিকিৎসা চালাচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এক বিচিত্র পরিস্থিতি। এর মধ্যেই আফ্রিকা মহাদেশের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ইজিপ্টে। অন্যদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। প্রশাসনের নির্দেশ, তাঁদের গৃহবন্দি থেকে অথবা সরকারি আইসোলেশন পরিষেবা নিয়ে ১৪ দিন আলাদা থাকতে হবে।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...