পুরভোটে নজর, ‘দিদিকে বলো’র পাল্টা ‘বিজেপিকে বলো’?

তৃণমূলের দেখানো পথেই তৃণমূলকে ঘায়েল করতে চায় বিজেপি। এজন্য রাজ্যে পুরসভা নির্বাচনের আগে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি শুরু করার কথা ভাবছে রাজ্য বিজেপি। প্রতিটি পুরসভা নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, দুর্নীতির তথ্য জানতে একটি টোল ফ্রি নম্বর চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। যে কোনও মানুষ সেই টোল ফ্রি নম্বরে ফোন করে শাসক দল পরিচালিত পুরসভাগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। মানুষের কাছ থেকে পাওয়া সেইসব অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাবে বিজেপি। সামনের বছর বিধানসভা ভোটের আগে পুরভোটে সাফল্য পাওয়াকেই পাখির চোখ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপির দুদিনের বৈঠকে পুরভোট পরিচালনার জন্য 57 জনের কমিটি তৈরি হয়েছে। কমিটির আহ্বায়ক তৃণমূলত্যাগী মুকুল রায়। কমিটিতে থাকছেন বিজেপি সাংসদ ও বিধায়করা। অন্য দল থেকে আসা নেতা-বিধায়করাও জায়গা পেয়েছেন।

Previous articleজামিয়ার ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র সমালোচনা
Next articleব্যস্ত প্রধানমন্ত্রী আসেননি জানিয়ে কেজরি : আপনার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেল!