Monday, November 17, 2025

জেলেই আমরণ অনশনে নির্ভয়া- দণ্ডিত বিনয়, ফাঁসিতে নতুন জটিলতা

Date:

ফাঁসিকাঠের দোড়গোড়ায় দাঁড়িয়ে ৪ নির্ভয়া- অপরাধী৷ মৃত্যু থেকে বাঁচার সমস্ত আইনি পথ বন্ধ হওয়ার পর এবার আমরন অনশনে বসেছে নির্ভয়া কাণ্ডের এক দণ্ডিত, বিনয় শর্মা। সোমবার আদালতে এই তথ্য জানিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষই। বিনয়ের অনশনে ফাঁসির জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আগে দু’বার মৃত্যু পরোয়ানা জারি করেও ফাঁসির আদেশ কার্যকর হয়নি৷ সোমবার ফের নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেখানেই অভিযুক্তদের বিষয়ে একটি স্ট্যাটাস- রিপোর্ট আদালতে পেশ করে তিহাড় জেল কর্তৃপক্ষ৷ সেই রিপোর্টেই বলা হয়েছে, জেলের মধ্যেই আমরণ অনশনে বসেছে বিনয় শর্মা। গত সপ্তাহেই বিনয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের প্রতিবাদেই আমরণ অনশনে বসেছে বিনয়, জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। বিনয় দাবি করেছে, সে মানসিকভাবে অসুস্থ৷ জেলের মধ্যে তাঁকে নির্যাতন করা হচ্ছে৷ সেই বিষয়টিতে রাষ্ট্রপতি গুরুত্ব দেননি।
নির্ভয়া-অপরাধীদের ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপর নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর্ব মোটামুটি শেষ। এখন শুধু সুপ্রিম কোর্টে পবনের ‘রায় সংশোধনের’ আর্জি এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি বাকি।

ওদিকে, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশ, আগামী ৩ মার্চ সকাল ছ’টায় তিহাড় জেলে ফাঁসি কার্যকর করতে হবে চার জনের। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ফাঁসির জন্য অন্তত ১৪ দিন সময় দিতে হয়। এর মধ্যে বিনয়ের অনশন ফাঁসির জটিলতা আরও বাড়াবে বলেই মনে করছে আইনজ্ঞ মহল।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version