দুর্নীতিতে অভিযুক্ত প্রধান, মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালেন স্থানীয়রা

১০০ দিনের কাজ সমব্যাথী প্রকল্পের টাকা না পেয়ে চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার, সকাল থেকেই বিভিন্ন দাবি ও অভিযোগে নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাঁরা। ১০০ দিনের কাজের গ্রামবাসীদের যুক্ত করা হচ্ছে না। এনএফবিএস প্রকল্প, সমব্যথী প্রকল্প প্রভৃতি সুযোগ-সুবিধা কিছুই মিলছে না দীর্ঘদিন ধরে। ইন্দিরা আবাস যোজনায় পাকা বাড়ি করে দেওয়ার নাম করে কাটমানি তোলা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। কিন্তু টাকা দিয়েও বাড়ি মিলছে না।
স্থানীয় বাসিন্দা লক্ষ্মীবালা দাস জানান, তাঁর স্বামী মারা যাওয়া তিন বছর হয়ে গিয়েছে। এখনও তিনি পঞ্চায়েত থেকে সমব্যাথী প্রকল্পের টাকা পাননি। মেলেনি ১০০ দিনের কোন কাজের টাকা। তাঁর জব কার্ড রয়েছে।
এলাকার বাসিন্দা জুলেখা বেওয়া জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাঁর কাছে থেকে ইন্দিরা আবাসের পাকা ঘর দেওয়ার নাম করে ১০ হাজার টাকা নিয়ে নিয়েছে। কিন্তু বছর গড়িয়ে গেল এখনও পর্যন্ত তিনি ঘর পাননি। এখন ওই বাবুল প্রধান নামে ওই সদস্যের কাছে টাকা চাইতে গেলে তিনি টাকা ফেরত পাচ্ছেন না উল্টে খারাপ ব্যবহার করে পঞ্চায়েত থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ বৃদ্ধার।
তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরীর। এদিন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের জেরে কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য। স্বাভাবিক কাজকর্ম হয়নি। চাঁচোল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।