Saturday, May 3, 2025

প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

Date:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যাকে বলা হয়, জীবনের প্রথম বড় পরীক্ষা। এবার রাজ্যে ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী ২৮৩৯ টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতর নিবেদিত ভবনে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়েছিল। যেখানে পর্ষদ সভাপতি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেন।

এছর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল প্যাকেট। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় থাকবে বলেই আশ্বস্ত করেছে পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে , সকাল ১০.৩০টায় পরীক্ষা হলে পৌঁছাবে প্রশ্নের প্যাকেট। পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সেই সিল করা প্রশ্নের প্যাকেট। সে ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কোনও বিতর্ক থাকবে না।

ছাত্র-ছাত্রীদের 11:45 এর প্রশ্নপত্র দেওয়া হবে স্টাডি করার জন্য।  বারোটা থেকে তিনটে তারা লিখতে পারবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময় পৌঁছতে পারে সেই জন্য সারা রাজ্যে জেলা প্রশাসন তৈরি।

পরীক্ষা দেবেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন।আগের বছরের থেকে এ বার পরীক্ষার্থী ৩৩ হাজার কম। গত বছরগুলিতে পাশের হার বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে সভাপতি জানিয়েছেন।

কোনও দরকারে ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকরা যাতে মধ্যশিক্ষা পরিষদে যোগাযোগ করতে পারেন সে জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল, ০৩৩ ২৩৫৯/ ২২৬৪ /  ২২৭৪। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরাও পারবেন না মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ব্যবহার করতে।

মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে। পরীক্ষার জন্য বিশেষ কন্ট্রোল রুম   দিনরাত চালু থাকবে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version