সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়নি আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তাই তিনি প্রশ্ন তুলেছিলেন কেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হবে না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। উপাচার্যদের কাউন্সিল সাংবাদিক বৈঠকে জানান, দেবকুমার মুখোপাধ্যায় যা করেছেন তা নিয়ম মেনেই করেছেন। আচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনও উত্তর আসেনি। তাই বাধ্য হয়ে আচার্যকে ছাড়া সমাবর্তন আয়োজন করতে হয়েছে। তাঁরা আরও জানান, নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যপাল সরাসরি উপাচার্য বা সহ উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। এক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতর ব্যবস্থা নিতে পারে।