কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, আসানসোলের পুরভোট সম্ভবত ২৪ এপ্রিল, নবান্নের খবর

রাজ্যের শতাধিক পুরসভার ভোটের আগে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি ও আসানসোল, এই ৪ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হতে চলেছে৷ নবান্ন এমনই চাইছে৷এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ এই ভোটগুলি হওয়ার সম্ভাবনা প্রবল৷ এপ্রিলের ১৮,১৯,২৪, ২৫,২৬, এই পাঁচটি দিন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে৷ আলোচনা চলছে চূড়ান্ত দিন নিয়ে৷ তা ঠিক হলেই নবান্ন জানিয়ে দেবে রাজ্য নির্বাচন কমিশনকে৷ নির্বাচন বিধিতে বলা আছে, পুরভোটের দিন নির্দিষ্ট করবে রাজ্য সরকার৷ কমিশন তা ঘোষনা করবে৷ কলকাতা ও আসানসোল পুরসভা বর্তমানে তৃনমূলের দখলে৷

তৃণমূল বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে হাওড়া পুরসভা এখন প্রশাসকের অধীন। আর শিলিগুড়ি বামেদের দখলে।
নবান্ন খতিয়ে দেখেছে গোটা মার্চ মাসে চলবে বিভিন্ন বোর্ডের পরীক্ষা। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। ফলে তার আগে ভোট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ২৪ এপ্রিল কলকাতা সহ ৪ কর্পোরেশনের ভোটগ্রহণ করা যায় কি না তা দেখা হচ্ছে। ২৪ তারিখ শুক্রবার৷ পরের দু’দিন ছুটি৷ কোনও বুথে ‘রি-পোল’ হলে বাড়তি ছুটি না দিয়েই শনি বা রবিবার করা সম্ভব৷ সেক্ষেত্রে ২৭ অথবা ২৮ এপ্রিলে ভোটগণনা হতে পারে৷

এদিকে ২৪ তারিখ থেকেই রমজান মাস শুরু। মাথায় রাখতে হচ্ছে তাও। মে মাসে ঈদের পর বাকি পুরসভাগুলির নির্বাচন চাইছে রাজ্য৷ নবান্নের খবর, রমজানের মধ্যে ভোট চাইছেন না মুখ্যমন্ত্রী৷ তাই ২৪ তারিখ অথবা তার দু-একদিন আগে এই ৪ পুরসভার ভোট হতে পারে৷

Previous articleথ্রি মাক্সেটিয়ার্সের এক নক্ষত্রের পতন, আমার ভ্রাতৃ-বিয়োগ: চিরঞ্জিৎ
Next articleটুইটে শোকজ্ঞাপন টলি তারকাদের