Sunday, November 16, 2025

‘এই রাজ্য আজও এত গরিব কেন?’ বিহারে দাঁড়িয়ে নীতীশকে বিঁধলেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

JDU থেকে বহিষ্কার হওয়ার পর মঙ্গলবার পাটনায় প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ওই দলের প্রাক্তন সহ সভাপতি তথা রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। নিজের আগামী প্রচারমূলক অনুষ্ঠান ‘‌বাত বিহার কি’–র ঘোষণাও করলেন তিনি৷

এবং একইসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী তথা তাঁর প্রাক্তন ‘বস’ নীতীশ কুমারকে একহাত নিলেন প্রশান্ত কিশোর৷

বিহারের বিধানসভা ভোট সামনেই৷ তার আগে নীতীশ কুমারের “উন্নয়নের দাবি”-কে কড়া ভাষায় বিঁধে পিকে বলেছেন, লালুপ্রসাদের পর বিহারে নীতীশ কুমারের সরকার আসার পর গত ১৫ বছরে বিহার অনেক উন্নতি করেছে। অথচ আজও ঝাড়খণ্ডের পরই দেশের অন্যতম গরিব রাজ্য বললে বিহারের নাম আসে। রাজ্যের শিক্ষা এবং কর্মসংস্থানের দৈন্য দশা নিয়েও সরব হন তিনি। প্রশান্তের ক্ষোভ, ‘‌২০০৫ সালে বিহার ছিল দেশের সব থেকে দরিদ্র রাজ্য। এবং এখনও তাই আছে।
পিকে বলেছেন, “নীতীশজি লালুজির আমলের সঙ্গে তুলনা করছেন। কিন্তু তুলনা যদি করতেই হয় তাহলে গুজরাট, কর্নাটক, হরিয়ানা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পাশে বিহার কোথায় দাঁড়িয়ে, তার তুলনা করুন৷”

তাঁর দল থেকে বহিষ্কার নিয়ে প্রশান্ত বললেন, নীতীশ তাঁকে পুত্রসম দেখতেন এবং তিনিও নীতীশকে পিতৃপ্রতিম বলেই মানতেন। নীতীশ তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। একইসঙ্গে গত লোকসভা ভোটের সময় থেকেই তাঁদের দুজনের মধ্যে মতাদর্শগত ফারাক ক্রমশ বেড়েছে বলে এদিন জানিয়েছেন প্রশান্ত। তিনি বলেন, নীতীশজি তাঁদের বুঝিয়েছিলেন, JDU গান্ধীজির চিন্তাধারা মেনে চলবে। কিন্তু যে দল গান্ধী হত্যাকারী গডসের প্রতি দুর্বল, সেই বিজেপির হাত কেন এখনও ধরে আছে JDU, এদিন সে প্রশ্নও তুলেছেন পিকে। তার স্পষ্ট বার্তা, ‘‌গান্ধী এবং গডসে একসঙ্গে যেতে পারে না। JDU–কে তার অবস্থান পরিষ্কার করতেই হবে।’
নিজের অনুষ্ঠান ‘‌বাত বিহার কি’‌–তে রাজ্যের যুবসমাজকে আকৃষ্ট করতে চাইছেন এই দুঁদে নির্বাচনী বিশ্লেষক। সরকার গড়তে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন তিনি।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...