Friday, August 22, 2025

বঙ্গ-বিজেপি এখন মধ্যপ্রদেশের ইন্দোরে।

সঙ্গীসাথী নিয়ে রাজ্য নেতারা তো বটেই, দলের জেলাস্তরের অসংখ্য নেতাও ছুটেছেন ইন্দোরে।
পরিস্থিতি এমনই যে, ইন্দোর শহরের বাইপাস লাগোয়া ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেলে বঙ্গ- বিজেপি প্রয়োজনে রাজ্য কমিটির বৈঠকটাও সেরে ফেলতে পারে৷ অন্যদিকে, ৬ মুরলীধর সেন লেনের দফতরে মাছি উড়ছে, কোনও নেতা-ই নেই৷

এই রহস্যের কারণ কী ? কেন ইন্দোরে ভিড় ? কেন মুরলীধর খালি?

রাজ্য-বিজেপি’র ‘মেন্টর’ কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে কল্পেশের বিয়ে৷ নিমন্ত্রণ-রক্ষায় গোটা বঙ্গ-বিজেপি এখন ইন্দোরমুখী। সিংহভাগ নেতা পৌঁছে গিয়েছেন, বাকিরা বুধবার সকালের উড়ান ধরেছেন৷ বুধবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও উড়ে যাচ্ছেন সেখানে। ইভেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে, মোদি এবং শাহ-ও ইন্দোর যাচ্ছেন। আর মোদি-শাহকে এতখানি কাছ থেকে দেখার, কথা বলার চান্স নিতে একদমই দোটানায় ছিলেন না বঙ্গ-বিজেপি নেতারা৷ একে একে সবাই পৌঁছে যাচ্ছেন ইন্দোরের ‘গ্র্যান্ড প্যালেস’-এ৷

সূত্রের খবর, ইন্দোরে কৈলাস-পুত্র কল্পেশের বিয়ের অনুষ্ঠান আজ, বুধবার। নিমন্ত্রিত প্রায় ৭ হাজার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ইন্দোর যাচ্ছেন।
ভিন রাজ্যের অতিথিদের জন্য বিশাল পাঁচতারা হোটেলে থাকা-খাওয়ার আয়োজন করা হয়েছে।অতিথিদের জন্য বিমানবন্দরে ‘হেল্প ডেস্ক’ পর্যন্ত খোলা হয়েছে৷ বস্তুত, গত সোমবার থেকেই রাজ্য বিজেপির হেভিওয়েটরা ইন্দোর যাওয়া শুরু করেছেন।
বিরোধীরা অবশ্য বলছেন, নতুন রাজ্য কমিটি তৈরি হতে চলেছে৷ কৈলাসের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ৷ তাই ইন্দোর উড়ে গিয়ে আগেভাগে ‘কৈলাস-মন্দির’- এ হাজিরা দিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের ‘গুড বুক’-এ থাকার জন্যই রাজ্য নেতাদের এই হুড়োহুড়ি৷ তাছাড়া, এই বিয়ে “নেমন্তন্ন” না পেলে, দলে নম্বর কমবে৷ নম্বর যে কমেনি, তা বোঝানোর একটা দায়ও সমানভাবে কাজ করছে রাজ্য বিজেপির অন্দরে৷

আরও পড়ুন-ফের ‘আজব’ নিদান গুজরাটের পুরোহিতের

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version