চেন্নাইয়ের রাস্তায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন কয়েক হাজার মানুষ।প্রায় ১৫ হাজার মানুষ সেক্রেটারিয়েন এবং জেলাশাসকের অফিসের বাইরে জমায়েত হয়েছেন। এরা অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ।অবশ্য এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ।
মাদ্রাজ হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছে তামিলনাড়ু বিধানসভা ভবনের উদ্দেশে কোনও প্রতিবাদ মিছিল করা যাবে না । সেই নির্দেশ মেনে আন্দোলনকারীরা আশ্বস্ত করেছেন শান্তিপূর্ণ এই প্রতিবাদ মিছিল বিধানসভা ভবনে যাবে না।তামিলনাড়ুর শাসক বিজেপির সহযোগী দল এআইএডিএমকে নাগরিকত্ব আইনকে আগেই সমর্থন জানিয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, তাঁর রাজ্যে কোনও সম্প্রদায়ের মানুষই বিপদে পড়বেন না। আন্দোলনকারীদের কাছে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি। এই মিছিলের জন্য অশান্তি এড়াতে কড়া নজর রাখছে কয়েক হাজার পুলিশকর্মী। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনার খবর মেলেনি।