Thursday, November 13, 2025

বঙ্গ-বিজেপি এখন মধ্যপ্রদেশের ইন্দোরে।

সঙ্গীসাথী নিয়ে রাজ্য নেতারা তো বটেই, দলের জেলাস্তরের অসংখ্য নেতাও ছুটেছেন ইন্দোরে।
পরিস্থিতি এমনই যে, ইন্দোর শহরের বাইপাস লাগোয়া ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেলে বঙ্গ- বিজেপি প্রয়োজনে রাজ্য কমিটির বৈঠকটাও সেরে ফেলতে পারে৷ অন্যদিকে, ৬ মুরলীধর সেন লেনের দফতরে মাছি উড়ছে, কোনও নেতা-ই নেই৷

এই রহস্যের কারণ কী ? কেন ইন্দোরে ভিড় ? কেন মুরলীধর খালি?

রাজ্য-বিজেপি’র ‘মেন্টর’ কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে কল্পেশের বিয়ে৷ নিমন্ত্রণ-রক্ষায় গোটা বঙ্গ-বিজেপি এখন ইন্দোরমুখী। সিংহভাগ নেতা পৌঁছে গিয়েছেন, বাকিরা বুধবার সকালের উড়ান ধরেছেন৷ বুধবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও উড়ে যাচ্ছেন সেখানে। ইভেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে, মোদি এবং শাহ-ও ইন্দোর যাচ্ছেন। আর মোদি-শাহকে এতখানি কাছ থেকে দেখার, কথা বলার চান্স নিতে একদমই দোটানায় ছিলেন না বঙ্গ-বিজেপি নেতারা৷ একে একে সবাই পৌঁছে যাচ্ছেন ইন্দোরের ‘গ্র্যান্ড প্যালেস’-এ৷

সূত্রের খবর, ইন্দোরে কৈলাস-পুত্র কল্পেশের বিয়ের অনুষ্ঠান আজ, বুধবার। নিমন্ত্রিত প্রায় ৭ হাজার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ইন্দোর যাচ্ছেন।
ভিন রাজ্যের অতিথিদের জন্য বিশাল পাঁচতারা হোটেলে থাকা-খাওয়ার আয়োজন করা হয়েছে।অতিথিদের জন্য বিমানবন্দরে ‘হেল্প ডেস্ক’ পর্যন্ত খোলা হয়েছে৷ বস্তুত, গত সোমবার থেকেই রাজ্য বিজেপির হেভিওয়েটরা ইন্দোর যাওয়া শুরু করেছেন।
বিরোধীরা অবশ্য বলছেন, নতুন রাজ্য কমিটি তৈরি হতে চলেছে৷ কৈলাসের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ৷ তাই ইন্দোর উড়ে গিয়ে আগেভাগে ‘কৈলাস-মন্দির’- এ হাজিরা দিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের ‘গুড বুক’-এ থাকার জন্যই রাজ্য নেতাদের এই হুড়োহুড়ি৷ তাছাড়া, এই বিয়ে “নেমন্তন্ন” না পেলে, দলে নম্বর কমবে৷ নম্বর যে কমেনি, তা বোঝানোর একটা দায়ও সমানভাবে কাজ করছে রাজ্য বিজেপির অন্দরে৷

আরও পড়ুন-ফের ‘আজব’ নিদান গুজরাটের পুরোহিতের

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version