পুলিশ কনস্টেবল। বহিরঙ্গে মহিলা, মনেপ্রাণে পুরুষ। মনের সঙ্গে যুদ্ধ। শেষে মনের ইচ্ছাই জিতে গেল। ললিতা সালভে হয়ে গেলেন ললিত সালভে। তারপর মালা বদল করে বিয়ে স্বাভাবিক এক মহিলার সঙ্গে। বিরল।

মহিলা হিসাবে চাকরি শুরু করলেও নিজেকে পুরুষ মনে করতেন ললিতা। টানাপোড়েন শিকেয় তুলে ২০১৮- র মে মাসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত। তিন ধাপে লিঙ্গ পরিবর্তন। কষ্টসাধ্য প্রক্রিয়া। তার সঙ্গে আবার চাকরি বাঁচিয়ে রাখতে আইনি লড়াই। শেষ এক বছরে সেই পর্ব পেরিয়ে আসার পর বিয়ে। বললেন, এবার বাকি জীবনটা সুখে থাকতে চাই। পুলিশি পরিমণ্ডলেও এখন নেই কোনও বিতর্ক। ললিত এখন মহারাষ্ট্রে পুরুষ পুলিশ।