আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করাতে চায় নবান্ন। তাই দ্রুততার সঙ্গে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজারহাটের ‘বিশ্ববাংলা কনভেনশন সেন্টার’-এ
মুখ্যমন্ত্রী-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৈঠক হবে। আগামী ২ মার্চ কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা৷ রাজ্যের পুরসভাগুলিতে ঠিক কতখানি কাজ হয়েছে, সে বিষয়েই আলোচনা হবে৷

এদিকে জানা গিয়েছে:

◾আগামী ২-১ দিনের মধ্যেই পুরসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য সরকার চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশনকে।

◾আগামী ২৭ এপ্রিল নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে।

◾গত পঞ্চায়েত নির্বাচনে গোলমালের কথা মাথায় রেখে এ বার অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করছে কমিশন।
◾৯২টি পুরভার আসন সংরক্ষণের চূড়ান্ত- তালিকা প্রকাশ হয়ে গিয়েছে।

◾রাজ্য নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যেই বেশির ভাগ পুরসভার নির্বাচন করতে চায়।

◾ভোটার তালিকা প্রকাশের পরই রাজ্যের পুরসভা নির্বাচনের দিন চূড়ান্ত হয়ে যাবে।

◾২০১৫ সালে কলকাতা পুরসভার ভোট হয়েছিলো এক দিনে৷

◾কমিশন সূত্রে খবর, ১০-১২ এপ্রিলের মধ্যে কলকাতা, হাওড়া পুরসভার নির্বাচন হবে।

◾২৬ এপ্রিল বাকি পুরসভাগুলির নির্বাচন হতে পারে৷

◾মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পুরভোট সংক্রান্ত ছবি স্বচ্ছ হয়ে যাবে৷
